চাঁদপুর প্রতিনিধি: ফরিদগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তরুন আওয়ামলীগ নেতা মাহফুজুল হক। অন্যদিকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এবারের পৌরসভা নির্বাচনে ফরিদগঞ্জ পৌরবাসীর প্রত্যাশা ছিল তরুন নেতৃত্ব ও নতুন মুখের। সে আকাঙ্খা পৌরবাসীর চেয়ে থাকলেও স্থানীয় কতিপয় নেতার কারনে তা বাধা গ্রস্ত হচ্ছিল বলে জানান পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা।
ফরিদগঞ্জ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদের দাবি দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরার জন্য চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের আওয়ামী লীগ মনোনিত সাবেক সংসদ সদস্য প্রার্থী (২০০১,২০০৮) সাংবাদিক মুহম্মদ শফিকুর রহামনের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন বলে একটি সূত্র থেকে জানা যায়। সে আলোকে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হককে মনোনয়ন প্রধানে দলিয় প্রধান শেখ হাসিনার কাছে অবহেলীত নেতা কর্মীদের আশা আকাঙ্খার চিত্র তুলে ধরেছেন বলে জানা যায়।
এবং সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের হস্তক্ষেপেই দলীয় প্রধান শেখ হাসিনা ফরিদগঞ্জের অবহেলীত নেতা কর্মীদের দাবির প্রতি সম্মান জানিয়ে অপেক্ষাকৃত তরুন নেতৃত্বের প্রতি আস্থা রেখে সাবেক ছাত্রনেতা ও পৌর আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুল হককে নৌকা প্রতিকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। এদিকে মাহফুজুল হক মনোনয়ন পাওয়ায় দলীয় প্রধান শেখ হাসিনা ও জাতীয় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান অভিনন্দন জানিয়েছেন ফরিদগঞ্জের দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। পৌর এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি মুখের খবর পাওয়া যায়।
সূত্রটি আরে জানায়, দলীয় প্রধান শেখ হাসিনার সিদ্ধান্তকে উপেক্ষা করে সতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন না পাওয়া পৌর মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী। মনোনয়ন না পেয়ে আবুল খায়ের পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, আব্দুর রহমান বাবলু, মিজানুর রহমান পাটোয়ারী, সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধরাণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান সোহগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, আওয়ামী লীগ নেতা জাকির খান বাবু, যুবলীগ নেতা মিলন সরকার, সাবেক ছাত্রলীগ নেতা রাহুল পাটোয়ারী ( বর্তমানে পুলিশের এ এস পি), দেলোয়ার হোসেন সহ আরো অনেকে দলীয় প্রধান শেখ হসিনার সাথে সাক্ষাতে ব্যর্থ হয়ে বুধবার বিকেলে ঢাকা সাহবাগস্থ বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
ঐ সভায় আবুল খায়ের পাটোয়ারীকে সতন্ত্র প্রার্থী হওয়ার নির্দেশ দেয় নেতৃবৃন্দরা। ঢাকায় চাঁদপুর জেলার শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ফরিদগঞ্জ উপজেলা, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাদের বৈঠকের বিষয়টি জানাজানি হলে ঢাকা-চাঁদপুর, ফরিদগঞ্জে নেতা কর্মীদের মাঝে সমোলচনার ঝড় উঠে। মেয়র মনোনয়ন পাওয়া নৌকা প্রতিকের প্রার্থী মাহফুজুল হক বলেন দলীয় প্রধান শেখ হসিনার সিদ্ধান্ত অমান্য করা তার সাথে চ্যালেঞ্চ ছাড়া আর কিছুই নয়।