সিসি নিউজ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের সিটের নীচ থেকে ৩৭ কেজি স্বর্ণবার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।
বৃহস্পতিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে আসা এ স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) শাহীদুজ্জামান সরকার জানান, সন্ধ্যা ৭টার দিকে এমিরেটস এয়ারলাইন্স থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি বলেন, বিমানের কয়েকটি সিটের নিচে ৩২০টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৩৭ কেজি। স্বর্ণবারগুলোর মূল্য আনুমানিক ১৯ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।