ঢাকা: রাজধানীর মৌচাকে মা রাধুনী হোটেলে দুই কর্মচারীর হামলায় আহত আরেক কমর্চারী রনির (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।
হোটেলর মালিকের ছেলে বাবু জানান, বুধবার মধ্যরাতে হাসান ও অপর এক কর্মচারীর হামলায় রনি (২৫) জ্ঞান হারায়। এরপর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (আজ) শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় হামলাকারী দুই কর্মচারীকে রমনা থানা পুলিশ আটক করেছে বলেও জানান বাবু।