• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :

কুড়িগ্রামে ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল

New Rose Cafe, Saidpur

নির্বাচনকুড়িগ্রাম: কুড়িগ্রামের তিনটি পৌরসভায় যাচাই-বাছাইয়ের শেষ দিনে দুই মেয়র প্রার্থীসহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন স্ব স্ব রিটার্নিং অফিসার।

উলিপুর পৌসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আবু সাইদ ও বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক এবং কাউন্সিলর পদে পাঁচ ও সংরক্ষিত মহিলা পদে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ পৌরসভায় মেয়র পদে আট জন, কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন।

কুড়িগ্রাম পৌরসভায় নয় কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। এ পৌরসভায় মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর  পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে নাগেশ্বরী পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে সব প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে ছয় জন, কাউন্সিলর পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ