• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন |

হিন্দুরা কাগজপত্র ছাড়াই আশ্রয় পাবে ভারতে

New Rose Cafe, Saidpur

ভারতআন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকরা ভারতে শরণার্থী হিসাবে থাকতে পারবেন। তাদের কাছে ভারতে যাওয়ার বৈধ কাগজ না থাকলেও থাকর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। গত বছর ৩১ ডিসেম্বরের মধ্যে বা ওইদিন পর্যন্ত যারা এসেছেন তাদের কোনোরকম কাগজপত্র ছাড়াই আশ্রয় দেবে ভারত।

মঙ্গলবার লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু এক লিখিত প্রশ্নের একথা জানান। তিনি বলেন, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ওই দুই দেশের সংখ্যালঘু নাগরিক মূলত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের এদেশের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। তাদের কাছে পাসপোর্ট-সহ যাবতীয় বৈধ কাগজপত্র না থাকলেও আশ্রয়ের ক্ষেত্রে কোনো বাধা হবে না বলে জানিয়েছেন রিজিজু।

তিনি আরও জানান, বাংলাদেশ থেকে আসা অভিবাসীরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন। ভারতীয় নাগরিকত্ব আইন, ১৯৫৫ অনুযায়ী। বাংলাদেশে থাকা ভারতীয় ছিটমহলের অধিবাসীরা ইতিমধ্যেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। একইসঙ্গে ভারতে থাকা বাংলাদেশী ছিটমহলের ১৪ হাজার ৮৬৪ জন নাগরিককেও ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।-সংবাদমাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ