অর্থ-বাণিজ্য ডেস্ক: জনস্বার্থ, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যাংকের জন্য ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকের দ্বিতীয় পর্যায়ের শীর্ষ নির্বাহী উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে। বিধিবহির্ভূত কর্মকান্ডের অভিযোগে ডিএমডি নুরুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এনআরএম বোরহান উদ্দিনের বিধিবহির্ভূত কর্মকান্ডের বিষয়ে ও নিয়ম ভেঙে ডিএমডি নিয়োগ করায় ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ২৩ ও ২৪ নভেম্বর বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল। এতে ডিএমডি নিয়োগে অনিয়ম, ভাইস চেয়ারম্যানের অনৈতিক ক্ষমতা ভোগের বিষয়টি উদ্ঘাটিত হয়। এছাড়া ব্যাংকের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক ওই সিদ্ধান্ত নিয়েছে।
আইন অনুযায়ী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পর্ষদ সদস্য নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয়। অন্যপদে নিয়োগের ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন নেই। কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনার পর এখন থেকে ইসলামী ব্যাংকের ডিএমডি নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।
ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওই ধারায় বলা হয়েছে, (ক) জনস্বার্থে বা (খ) মুদ্রানীতি এবং ব্যাংকনীতির উন্নতি বিধানের জন্য বা (গ) আমানতকারীদের স্বার্থের পরিপন্থী বা ব্যাংকের স্বার্থের পক্ষে ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধ করার জন্য বা (ঘ) কোনো ব্যাংকের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সব ব্যাংক, বিশেষ কোনো ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিতে পারবে এবং ব্যাংক তা মানতে বাধ্য।
বাংলাদেশের মুখপাত্র নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ইসলামী ব্যাংকের বিষয়ে কিছু কনসার্ন রয়েছে। তাদের কর্মকর্তাদের কর্মকা-, তাদের নিয়োগ প্রক্রিয়ার দুর্বলতার বিষয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া এক ব্যক্তির বিরুদ্ধের যখন ব্যবস্থা নিতে বলা হয়, তখন কিছু ভিত্তি অবশ্যই আছে। আমরা ব্যাংকের স্বার্থে এসব সিদ্ধান্ত নিয়েছি।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এখন থেকে ইসলামী ব্যাংকের ডিএমডি নিয়োগ, পুনর্নিয়োগ কিংবা চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। এক্ষেত্রে এমডি নিয়োগের মতো ‘ফিট অ্যান্ড প্রপার টেস্ট ক্রাইটেরিয়া’ অনুসরণীয় হবে। ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে ওই নির্দেশ দেওয়া হলো।
কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, ফৌজদারি মামলা থাকা সত্ত্বে ডিএমডি মো. নুরুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগকে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মিরপুর থানায় তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। বর্তমানে এই মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি এবং আদালতে বিচারাধীন। পরিদর্শন দল তার মামলাসংক্রান্ত তথ্য চাইলে তিনি দুটি মামলার তথ্য দেন। একটির তথ্য গোপন করেন। এটি অনৈতিক এবং ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ।
এছাড়া মামলা চলমান থাকা অবস্থায় ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ ২০১৩ সালের জুনে নাইজেরিয়ার জায়েজ ব্যাংক পিএলসিতে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ সৃষ্টি করে দেয়। শর্তানুযায়ী চলতি বছরের ১৭ নভেম্বর পর্যন্ত তার নাইজেরিয়ায় দায়িত্ব পালন করার কথা। কিন্তু ওই ব্যাংকের রিলিজ অর্ডার ছাড়া তার মেয়াদ গত ২ জানুয়ারি থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে পর্ষদ। নাইজেরিয়ায় লিয়েনে চাকরিতে থাকা অবস্থায় তিনি গত ১৫ নভেম্বর ইসলামী ব্যাংকে ডিএমডি হিসেবে যোগদান করেন। সম্পূর্ণ বেআইনিভাবে একই সঙ্গে দুই স্থানে কর্মরত ছিলেন। ব্যাংকের বর্তমান পর্ষদ চেয়ারম্যানের অনুমতিক্রমে নুরুল ইসলাম এ ধরনের বিধিবহির্ভূত সুযোগ পেয়েছেন। তাই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ফৌজদারি মামলা বিচারাধীন থাকা অবস্থায় ইসলামী ব্যাংকের উচ্চপদে আসীন থাকা, লিয়েনে থাকা প্রতিষ্ঠানের যথাযথ রিলিজ অর্ডার ছাড়া বেআইনিভাবে একই সঙ্গে দুই কর্মস্থলে কর্মরত থাকা এবং মামলাসংক্রান্ত অসত্য তথ্য প্রদানের জন্য ব্যাংকের ডিএমডি মো. নুরুল ইসলামের বিরুদ্ধে অবিলম্বে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণসহ চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা। প্রদত্ত এ নির্দেশ অবিলম্বের কার্যকর করতে বলা হয়েছে। গত মঙ্গলবার তার পদ থেকে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে বলে ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে।
এদিকে নুরুল ইসলামকে বিধি ভেঙে নিয়োগ দেওয়ার জন্য স্বতন্ত্র পরিচালক এনআরএম বোরহান উদ্দিনকে দায়ী করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, পর্ষদের ভাইস চেয়ারম্যান ও অডিট কমিটির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে অনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ফৌজদারি মামলার বিচারাধীন অভিযুক্ত আসামি নুরুল ইসলামকে ডিএমডির মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের মেমো পর্ষদ সভায় উপস্থাপন করতে প্রভাবিত করেছেন।
স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এনআরএম বোরহান উদ্দিনের একাধিক পদে থাকা নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন প্রতিবেদনে জানা গেছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ১৫ (খ) ও (গ) ধারায় ব্যাংক কোম্পানির নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ নিরীক্ষা ও তা পরিপালন নিশ্চিত করার জন্য পর্ষদকে দায়বদ্ধ করা হয়েছে। আবার বিআরপিডি সার্কুলার অনুযায়ী ঋণ ও বিনিয়োগের সন্তোষজনক গুণগতমান অর্জন ও বজায় রাখার জন্য অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের ওপর পর্ষদ সতর্ক নজর রাখবে। পর্ষদ ব্যাংকে এমন অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করবে- যাতে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম ব্যবস্থাপনা থেকে পৃথক ও স্বাধীনভাবে পরিচালিত হয়। এক্ষেত্রে পর্ষদের ভাইস চেয়ারম্যান ও অডিট কমিটির চেয়ারম্যান একই ব্যক্তি হওয়ায় এটি ব্যাংক কোম্পানি আইন ও বিআরপিডির সার্কুলারের সঙ্গে সাংঘার্ষিক। এ ধরনের দ্বৈতক্ষমতার অধিকারী হয়ে তিনি ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে অযাচিত হস্তক্ষেপ করে গ্রাহক স্বার্থ পরিপন্থী কাজ করেছেন। পরিদর্শনে প্রতীয়মান হয়, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এনআরএম বোরহানউদ্দিন অপর কয়েক পরিচালকের প্রচ্ছন্ন মদদে অনৈতিকভাবে একই সঙ্গে ভাইস চেয়ারম্যান ও অডিট কমিটির চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দুটি পদ দখল করে আছেন।
চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইনের ১৫ (খ) ও (গ) ধারা এবং বিআরপিডি সার্কুলারের বিধানবলির সঙ্গে সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও কোন অবস্থার পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র পরিচালক প্রফেসর বোরহানউদ্দিন একই সঙ্গে দুটি পদে অধিষ্ঠিত থেকে ব্যাংকে দৈনন্দিন কর্মকা-ে হস্তক্ষেপ করছেন, এ বিষয়ে পর্ষদকে ব্যাখ্যা প্রদান করতে হবে। চিঠি পাওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে হবে। এছাড়া নুরুল ইসলামকে ডিএমডি হিসেবে নিয়োগের বিষয়েও আগামী ১৫ কর্মদিবসের মধ্যে ব্যাখা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।