সিসি নিউজ: দিনাজপুরে ফিলিং ষ্টেশনে ডাকাতিকালে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে দিনাজপুরের নতুন ভূষি এলাকার তৃপ্তি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি পিস্তল ও ৩টি মোটর সাইকেলসহ ৪ ডাকাতকে আটক করে করেছে পুলিশ।
ফিলিং ষ্টেশনের মলিক গোপাল আগরওয়ালা জানায়, রাত পৌনে ৯টার সময় এক দল ডাকাত কয়েকটি মোটর সাইকেল নিয়ে তার ফিলিং ষ্টেশনে হামলা করে। ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ফিলিং ষ্টেশনের লোকজনদের চিৎকারে আশপাশের এলাকাবাসী ছুঁটে এসে ৬ ডাকাতকে ঘিরে ফেলে গণপিটুনি শুরু করে।
এতে গুরুত্বর আহত অবস্থায় ৬ ডাকাতকে দিনাজপুর মেডিকেল হাসপাতলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎকরা দু’ডাকাতকে মৃত ঘোষণা করেন। নিহত ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি বলে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম খালেকুজ্জামান জানিয়েছেন। তিনি জানান, আটককৃত ৪ ডাকাতের কাছ থেকে ৩টি মোটর সাইকেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর পুলিশ সুপার মো.রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি কাহারোলের মন্দিরে বোমা বিস্ফোরিত স্থানে আছি। ডাকাতি ও ডাকাত নিহতের ঘটনা শুনেছি।