• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন |

জঙ্গিবাদ প্রতিরোধে বিজয় দিবসে কোটি কণ্ঠে জাতীয় সংগীত

New Rose Cafe, Saidpur

imran1449823354সিসি নিউজ : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃ‍তিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যান থেকে কোটি কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জঙ্গিবাদ প্রতিরোধের ডাক দেওয়া হবে।

দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের যে যেখানে থাকবেন তাদের সবাইকে ১৬ ডিসেম্বর বিকেল ৪টা ৩১ মিনিটে এ জাতীয় সংগীতে কণ্ঠ মেলানোর আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন মহান বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটির উপদেষ্টা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এ সময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত, বিশিষ্ট অভিনেতা হাসান ইমাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ ডিসেম্বর বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করা হবে। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, বিকেল ৪টা ৩১ মিনিটে কোটি কণ্ঠে জাতীয় সংগীতের ডাক। বিকেল ৪টা ৪০ মিনিটে আগামীর বাংলাদেশের শপথ পাঠ।

বিকেল ৪টা ৪৭ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গান। বিকেল ৫টা ২০ মিনিটে বিজয় আতশ শয্যা এবং বিকেল ৫টা ৪০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজয় দিবসের কনসার্ট।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল বারকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শওকত আরা হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রাক্তন সাধারণ সম্পাদক মোশতাক হোসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ