• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন |

‘ভিক্ষায় নয়, নিজস্ব টাকায় পদ্মা সেতু করছি’

New Rose Cafe, Saidpur

128232_1সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু লাখো শহীদের আত্মত্যাগের ফসল। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতে শিখিয়েছেন, কিভাবে মাথা উঁচু করে দাড়াতে হয়। পদ্মা সেতু তারই দৃষ্টান্ত। আগামীতেও সকল উন্নয়নের কাজ নিজেরাই করবো। দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। যোগাযোগ ব্যবস্থায় দেশের সাফল্য আসবে। আর্থিক উন্নতি হবে। সেতুর কাজ সময়মতো করতে আমরা প্রস্তুত। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়। পদ্মা সেতু নিজস্ব টাকায় করছি। আজ থেকে পদ্মা মূল সেতুর কাজ শুরু হয়ে গেল।

তিনি আজ শনিবার দুপুর ১টায় মাওয়া চৌরাস্তায় পদ্মা সেতুর মূল পাইলিং কাজের ফলক উম্মোচন উপলক্ষে আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

এরপর বিকেল ৩ টায় মাওয়া চৌরাস্তা সংলগ্ন খান বাড়ি এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, গত জানুয়ারির আন্দোলনের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছেন।

সভায় সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ। এতে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-আলম খান লেলিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ