সিসি ডেস্ক: বিটিআরসি’র সামাজিক দায়বদ্ধতা তহবিলের (এসওএফ) অর্থ প্রত্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিস্তার, ইন্টারনেট সংযোগ স্থাপন এবং শিক্ষার্থীবাহী বাসে ওয়াইফাই সংযোগ দেওয়ার কাজে ব্যবহার করা হবে।
পাশাপাশি দুর্যোগের পূর্বাভাস দেয়- এ ধরনের অ্যাপস ডেভলোপের ক্ষেত্রে ব্যয় করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে এসওএফ সম্পর্কিত এক আলোচনায় এমন সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে তারানা হালিম বলেন, ‘দুর্যোগপ্রবণ এলাকায় যেন মোবাইল নেটওয়ার্ক বিস্তৃত করতে পারি- সেজন্য এই অর্থ ব্যয় করা হবে।’
‘উদ্ভাবনী অ্যাপস, যেগুলো আমাদের তরুণ প্রজন্ম তৈরি করেছে যেমন- পাহাড় ধসের পূর্বাভাস দেওয়া অ্যাপসগুলোতে ফাইন্যান্স করবো।’