সিসি নিউজ: উচ্চ ক্ষমতাসম্পন্ন বাতির তীব্র আলোতে শতাধিক ব্যাক্তি চক্ষু রোগে আক্রান্ত হওয়ার সংবাদ মিলেছে। রবিবার সকাল থেকে রক্তের মতো লালটকটকে ও ব্যথা নিয়ে চক্ষু রোগে আক্রান্তরা সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে।
আক্রান্তদের মধ্যে রফিকুল ইসলাম (৪০), আজিজুল হক (৫৮), আব্দুল কাদের (৩২), হাবিবুর রহমান (৩৫), মো. ইউনুস (৪০), আব্দুল হোসেন(৫০), আব্দুর রাজ্জাকসহ (৬৫) প্রায় ৪০ জন রোগী ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। অনেকে আবার সরকারি ১০০ শয্যা হাসপাতালে, রোটারী চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসা চক্ষু রোগে আক্রান্তরা জানান, শনিবার (১২ ডিসেম্বর) রাতে সৈয়দপুর উপজেলার পোড়াহাটে ইসলামী জলসায় অংশ নেয়। জলসা প্যান্ডেলে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক আলো ব্যবস্থা করা হয়। এর একটি বাল্ব হতে তীব্র আলো ছড়াচ্ছিলো। সম্ভবত ওই আলো থেকেই তাদের চোখে সংক্রমণ ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ভারত থেকে আসা ফুরফুরা শরীফের ছোট পীর সাহেব মওলানা মুফতি আজমাতুল্ল্যাহ সিদ্দিকী আল কোরায়শী প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। তাঁর ওয়াজ শুনতে আশপাশের এলাকা থেকে কমপক্ষে সাত হাজার মানুষ সমবেত হয়। সন্ধ্যায় শুরু হয় ওই ওয়াজ মাহফিল, চলে রাত ১টা পর্যন্ত। পীর সাহেবও আক্রান্ত হন চোখের রোগে বলে জানায় ভক্ত শ্রোতারা।
এ ব্যাপারে কথা হয় পোড়ারহাটের জেরিন ডেকারেশন মালিক জুল সিসি নিউজকে জানান, একটি বাতির সমস্যা ছিল। ওই বাতির তীব্র আলো ছড়াচ্ছিল। কিন্তু ওই সময় বাতির আলোয় কারো সমস্যা হচ্ছে এমন অভিযোগ ছিলনা। আয়োজক কমিটি বা শ্রোতাদের মধ্যে কেউ অভিযোগ করলে অবশ্যই তা বন্ধ রাখা হতো।
কথা হয় চক্ষু সার্জন ডা. আলহাজ্ব মো. শরীফুল আলম চৌধুরীর সাথে। তিনি সিসি নিউজকে জানান, সার্চ লাইট বা উচ্চ মাত্রার আলোর জন্য চোখের এমন সমস্যা দেখা দেয়। যার নাম ফটো ফোবিয়া অথ্যাৎ আলো ভয়। এর ফলে চোখের কর্ণিয়ার যথেষ্ট ক্ষতিসাধন হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, Ovel T-S নামের আই ড্রপ ২ ফোটা করে দিনে ৬/৮ বার এবং Xirom নামের আই ড্রপ ১ ফোটা করে দিনে ৩/৪ বার ব্যবহার করতে হবে। এছাড়া ব্যাথা থাকলে Pain Killer জাতীয় ট্যাবলেট সেবন করা যেতে পারে।
তবে এ ঘটনায় কোন ধরনের অভিযোগ পাননি বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানিয়েছেন।