• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :

‘২০১৭ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ’

New Rose Cafe, Saidpur

tarana_halim1450018265গাজীপুর : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট বিষয়ে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর প্রাথমিক কিছু কাজ করতে হবে। এর মধ্যে গ্রাউন্ড স্টেশন নির্মাণ করতে হবে। গ্রাউন্ড স্টেশন এখানে (গাজীপুরে) একটি এবং আরেকটি হবে বেতবুনিয়ায়। ২০১৭ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চাই, সেভাবেই এগুচ্ছি।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী রোববার সন্ধ্যায় গাজীপুরের নলজানী এলাকায় টেলিযোগাযোগ স্টাফ কলেজ ক্যাম্পাসে গ্রাউন্ড স্টেশন স্থাপন এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

এ সময় তার সঙ্গে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জিএফএ চৌধুরী, টেলিকম স্টাফ কলেজের পরিচালক মো. শাহজাহান আলী, বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী মো. সাজ্জাদ বিন মোস্তাইনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর যতগুলো কাজ হাতে নিয়েছি তার মধ্যে অন্যতম টেলিটককে শক্তিশালীকরণ। ইতিমধ্যে টু জি শক্তিশালীকরণ এবং থ্রি জি সম্প্রসারণ কাজ হাতে নিয়েছি। যেটির মাধ্যমে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে টেলিটককে নিতে সক্ষম হবো। আশা করি এ প্রকল্পটি যখন শেষ হবে তখন টেলিটককে আরো উন্নত মান নিয়ে দেখতে পাবেন।

তিনি বলেন, টেলিটকের বড় সমস্যা হচ্ছে এটা খুব কম মূলধন নিয়ে যাত্রা শুরু করেছিল। এর নেটওয়ার্ক কম, টাওয়ার সংখ্যাও কম। আমি একাধিক মিটিং করেছি। টেলিটকের ক্ষেত্রে আমি তাদের বলেছি রি-ব্র্যান্ডিং করতে হবে। শুধু যে লোগো রি-ব্র্যান্ডিং সেটা নয়। টেলিটক আমাদের ফোন, আমরা এটাকে ব্যবহার করব, এটার নেটওয়ার্ক সম্প্রসারিত হবে, উন্নত হবে, এটিতে যেন গ্রাহক ভোগান্তি কম হয়।

তিনি বলেন, সার্ভিস সেন্টারগুলোকে উন্নত করতে হবে। পোস্ট অফিসের একটা রুম টেলিটক নেবে। সেটাকে উন্নত সার্ভিস সেন্টার হিসেবে গড়ে তুলবে। এর মাধ্যমে সরকারের দুটি প্রতিষ্ঠান পরস্পরকে সহযোগিতার মাধ্যমে লাভবান করতে পারবে।

তিনি জানান, আমাদের এমনও চিন্তা আছে, আমাদের ল্যান্ডফোনের কলটা ডাইভার্ট করে মোবাইল ফোনে দিতে পারি কি-না? এটার কাজ আমরা শুরু দিয়েছি। এগুলো যখন কার্যকর হবে তখন অন্ততপক্ষে ল্যান্ডফোনের সার্ভিসটা উন্নত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ