মৌলভীবাজার : জেলার কুলাউড়া উপজেলার মনু রেলস্টেশন এলাকায় শিশুসন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মা জাহানারা বেগম (৩০)।
সোমবার ভোরে মনু রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে সিলেটগামী উদয়ন ট্রেনের নিচে দুই বছরের মেয়ে ইমাকে নিয়ে ঝাঁপ দেন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
পারিবারিক কলহের জেরেই মছদ্দর আলীর স্ত্রী জাহানারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে দাবি করেন প্রতিবেশীরা। তাদের হোসাইন মিয়া নামের পাঁচ বছরের একটি ছেলেও রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহিইয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।