খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় গতকাল সাস্টেইনেব্ল রুরাল ইনফ্রাস্ট্রাক্চার ইমপ্র“ফমেন্ট প্রজেক্ট এর আওতায় প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে ডাঙ্গারহাট গ্রোথ সেন্টার মার্কেট উন্নয়ন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ টি গ্রামে ১২১ টি পরিবারে নতুন বিদ্যুত লাইনের সংযোগ উদ্বোধন করলেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সুবীর কুমার সরকার, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, খানসামা থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এ.জেড.এম. শামীম আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আতোয়ার রহমান, মোঃ সাইফুল ইসলাম প্রভাষক, সাধারন সম্পাদক শফিউল আজম লায়ন চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাফিজ সরকার, প্রমুখ।
খানসামায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সমাবেশ
দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের মুসাহার পাড়ায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রামদাশ ভুইয়া, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান, তিনি বলেন “প্রত্যেক মানুষ সমান” আপনারা এই আদিবাসী পাড়াকে মাদক মুক্ত ও বাল্যবিবাহ মুক্ত এবং শিশুদেরকে ১০০শত ভাগ স্কুলে ভর্তি করান তাহলে আপনারা অনগ্রসর থাকবেন না। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক স্যার হিমাংশু চন্দ্র চন্দ, প্রকল্প সমন্বয়কারী রুবিনা আক্তার, এ্যাডভোকেসী অফিসার মোছাঃ নাজমা বেগম, খানসামা প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন প্রমুখ। বাস্তবায়নকারী সংস্থা সার্ভিস ইমারজেন্সি ফর রুরাল পিপল (সার্প), অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আব্দুল জব্বার।