• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ ২০২৬ সালে সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার নীলফামারীতে দেড় শতাধিক নারী-পুরুষ নিলেন দুর্ণীতিবিরোধী শপথ

বিজয় দিবসে শুরু আঙুলের ছাপে সিম নিবন্ধন

New Rose Cafe, Saidpur

128539_1ঢাকা: আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস থেকে শুরু হচ্ছে আঙুলের ছাপ ব্যবহার করে মোবাইলফোনের সিমকার্ড নিবন্ধন।

মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন উইং) মো. জাকির হোসেন খাঁন স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী আঙুলের ছাপ পদ্ধতিতে মোবাইলফোনের সিম/রিম নিবন্ধনের কার্যক্রম শুরু হচ্ছে।’

এর আগে গত ২১ অক্টোবর পরীক্ষামূলকভাবে আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়।

তিনি সেদিন বলেছিলেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালুর ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয়। এটি আমার ভালো লেগেছে।’

জানা গেছে, নতুন সিম নেওয়ার ক্ষেত্রে নিবন্ধনের পর তা চালু হতে ৭২ ঘণ্টা সময় নেওয়া হবে। গ্রাহকের দেওয়া তথ্য জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে তারপরেই সিম সক্রিয় করা হবে।

ইতোমধ্যে দেশের সব মোবাইল অপারেটরকে ১৬ ডিসেম্বর থেকে সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

সিম কার্ড বিক্রি ও নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালুর ব্যাপারে গত আগস্টে প্রথম প্রস্তাব দেয় বিটিআরসি।

বায়োমেট্রিক পদ্ধতির বিষযে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘বিজয় দিবস আমাদের জাতীয় চেতনার সঙ্গে সম্পর্কিত। তাই ওই দিনটিতে একটি ভালো কাজের সূচনা আমরা করতে চাই।’

তিনি বলেন, ‘এখন যে বাছাই প্রক্রিয়া চলছে, তাতে যাদের নিবন্ধন ঠিক থাকবে, তাদের এ প্রক্রিয়ায় আসতে হবে না।’

বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মুঠোফোন সিমের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ