।। সৈয়দ ইশতিয়াক রেজা ।।
দিনাজপুর রুদ্রপুর গ্রাম, দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রাম। ঢাকার চেয়ে একটু বেশিই শীতের ছোঁয়া। কিন্তু তার চেয়েও নিরুত্তাপ সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। রুদ্রপুর থেকে দিনাজপুর শহর, কেথাও রাজনীতি নিয়ে তেমন শোরগোল চোখে পড়েনি। গিয়েছিলাম একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে, ফিরেছি মানুষের আতংক আর উদ্বেগ সাথে নিয়ে।
যে দিনাজপুরে সাম্প্রদায়িকতা বলে কোন কিছু মানুষ চেনেনা, বা ধারণার মধ্যে নেই সেখানেই একের পর এ ঘটনা। শুরু হলো এক বিদেশি ধর্ম প্রচারকের উপর হামলা দিয়ে, তারপর থেকে চলছে একের পর এক ঘটনা। বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হলো, যার লক্ষ্যবস্তু হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ও মানুষ। গত ১৮ নভেম্বর প্রথম হামলার ঘটনা ঘটে শহরের মির্জাপুরে গির্জার ধর্মযাজক ও চিকিৎসক পিয়েরো পিচমের ওপর। এরপর ৩০ নভেম্বর চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে গুলি করে হত্যার চেষ্টা করা হয় হোমিও চিকিৎসক বীরেন্দ্র রায়কে। ৪ ডিসেম্বর একই উপজেলায় কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলায় বোমা হামলায় ছয়জন আহত হন। আর গত বৃহস্পতিবার রাত পৌনে আটটায় দিনাজপুরের কাহারোল উপজেলায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) একটি মন্দিরে দুর্বৃত্তরা গুলি চালিয়ে দুজনকে আহত করে।
খুব চিন্তিত দিনাজপুরের সুশীল সমাজ। যার সাথেই কথা হয়েছে তিনিই বলছেন তাদের কল্পনার ভেতর এসব ছিলনা কোনদিন। মটর সাইকেলে করে আসছে, হামলা করে চলে যাচ্ছে, পুলিশ কাউকে ধরতে পারছেনা। সাধারণ আইনশৃঙ্খলা সমস্যা এগুলো নয়। খুব পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী এসব করছে্। এক অজানা আতংকে আছে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়।
বাংলাদেশে যেদিন পতিত স্বৈরাচার রাষ্ট্রধর্ম ইসলাম করেছে সেদিন থেকেই সংখ্যালঘু সম্প্রদায় আতংকে পড়েছে। এরশাদ নিজে সেভাবে কোনদিন ধর্ম চর্চা করেনি, চরম দুর্নীতিবাজ ও চরিত্রহীন এক মানুষ নিজে, অথচ সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য এই রাষ্ট্রধর্ম বিষয়টি নিয়ে আসে সামনে। এরআগে দেশের প্রথম সামরিক শাসক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের মৌলনীতি ধর্মনিরপেক্ষতা ছেঁটে দিয়েছিলেন। উদার অসাম্প্রদায়িক বাংলাদেশকে এই দুই স্বৈরাচার নিয়ে গেছে পাকিস্তানি রাজনৈতিক ধারায়।
এসব কারণে আজ সঙ্গত কারণেই দাবি উঠেছে যে জাতীয় সংসদসহ রাষ্ট্রের সর্বস্তরে সংখ্যালঘু ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব থাকতে হবে। একই সঙ্গে সাংবিধানিক বৈষম্য বিলোপ, সম-অধিকার ও সমমর্যাদার পাশাপাশি সংখ্যালঘুদের আইনি সুরক্ষার দাবিও উঠছে।
দীপশিখা নামের একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক মাহবুবুল ইসলাম। তিনি বলেন, ‘কত বছর ধরে দিনাজপুরে কাজ করছি, এত আতঙ্ক কখনো দেখিনি’। মাত্র ২২ দিনের ব্যবধানে সংখ্যালঘুদের ওপর সংঘটিত হয়েছে ৪টি সন্ত্রাসী হামলা।
শান্তিপূর্ণ সহাবস্থান ও শৃংখলার প্রশ্নে এই জেলার সুনাম রয়েছে দীর্ঘদিনের। দিনাজপুরের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিচালিত একের পর এক হামলার ঘটনাগুলো এজন্যই উদ্বেগজনক মনে হচ্ছে সবার কাছে। শান্ত স্বভাবের মানুষজনের মাঝে কারা সংঘাতের বার্তা নিয়ে এসেছে? এসএলআরের মতো ভারি অস্ত্র দিয়েও হামলা করছে দুর্বৃত্তরা। প্রথম দুটি ঘটনার পর আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে; তাই প্রশ্ন উঠেছে, কেমন ছিল সেই জোরদারকরণ প্রক্রিয়া?
এখন গোয়েন্দারা নিশ্চিত করেই বলছেন জেলায় বড় ধরনের নাশকতার টার্গেট নিয়ে জেএমবি সক্রিয় হয়ে উঠেছে। ইসকন মন্দিরের ঘটনায় মোজাম্মেল হক নামের যাকে গ্রেফতার করা হয়েছে, তিনি জেএমবির সদস্য বলে মনে করছে পুলিশ। দেশে আইএস আছে কি নেই সে বির্তকের চেয়েও বড় বাস্তবতা হলো জামায়াত শিবিরের মতো দল আছে, জেএমবি আবার সক্রিয় হয়ে উঠেছে। আইএসের আন্তর্জাতিক প্রকাশনায় জেএমবিকেই বাংলাদেশের তাদের শাখা বলা হয়েছে।
সংখ্যালঘুদের ওপর এসব আক্রমণকে আর বিচ্ছিন্ন ঘটনা বলা যাচ্ছেনা। খুব পরিকল্পিত উপায়েই পরিচালনা করা হচ্ছে হামলাগুলো। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সরকার বিপদে পড়লে যাদের লাভ হয়, তারাই এসব ঘটনার পেছেনে। হিন্দুরাই হামলাকারীদের টার্গেট হচ্ছে না শুধু, টার্গেট হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ও, এমনকি শিয়া সুন্নি বিভেদের চক্রান্তও শুরু হয়েছে। অর্থাৎ হামলাকারীরা আন্তর্জাতিক অঙ্গনের সন্ত্রাসীদের মতো আচরণ করছে।
স্বাধীনতার পর বহুকাল পর্যন্ত দু’-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায়ও ছিল এ দেশে। কিন্তু কালক্রমে তা এখন বিনষ্ট হতে চলেছে স্বার্থান্বেষী মহল দ্বারা। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করাই ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকরণ প্রক্রিয়ার আসল উদ্দেশ্য। এটা কি করে দমন করে সরকার, তা দেখার বিষয়।
গত ৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এক সমাবেশ থেকে বেশ কিছু দাবি উঠানো হয়েছে, যা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে, কিন্তু বেশি জরুরি দেশে জঙ্গিবাদী অপতৎপরতার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ গড়ে তোলা। সংখ্যালঘুদের জন্য নিরাপদ করতে হবে এদেশকে। ইসকন মন্দিরে হামলাকারীদের একজন আটক হওয়ায় রহস্য উদঘাটনের একটা সুযোগ তৈরি হয়েছে। আশা করছি এর মাধ্যমে মোটিভ উন্মোচিত হবে।
সংখ্যালঘুদের ওপর যে নিরব ও সরব হামলা চলছে সেটার জন্য সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করতে হবে আর তার জন্য চাই আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতার পাশাপাশি জনজাগরণের উদ্যোগ। নয়তো হঠাৎ একদিন আমরা দেখবো জঙ্গিদের হাতে প্রিয় স্বদেশ।
লেখক: সৈয়দ ইশতিয়াক রেজা
পরিচালক বার্তা, একাত্তর টেলিভিশন