• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন |

১৩৪ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

New Rose Cafe, Saidpur

নির্বাচনঢাকা: পৌরসভা নির্বাচনে ভোটের আগেই ১৩৪ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর ৯৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪০ জন। নিজেদের ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি)  কাছ থেকে এ তথ্য জানা যায়।

ইসির দেয়া তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পেরোনোর পর ২৩৪ পৌরসভায় বর্তমানে কাউন্সিলর  পদে ৮ হাজার ৫৮৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৩ জন প্রার্থী রয়েছেন।

এর আগে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর‌্যন্ত সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭৭৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।

পরে সাধারণ কাউন্সিলর পদ থেকে ৬৩৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদ থেকে ১৩৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় একযোগে  ভোট নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ