ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আজ বুধবার সকাল ৯টায় বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অপর্ন করেন ।সর্বস্তরের জনসাধারন ও উপজেলা প্রশাসনের পাশাপাশি নবগঠিত অনলাইন প্রেসক্লাব, ডোমার উপজেলা শাখার আহবায়ক ও ভোরের কাগজ ডোমার প্রতিনিধি প্রভাষক আবু ফাত্তাহ্ কামাল (পাখি), সদস্য সচিব ও অনলাইন পত্রিকা অবলোকন২৪ডটকমের সম্পাদক টিটু ইফতেখার, সদস্য আমাদের অর্থনীতি ডোমার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, আজকালের কবরের ডোমার প্রতিনিধি আব্দুল্লাহ্ আল মামুন, খবরপত্রর ডোমার প্রতিনিধি আনিছুর রহমান মানিক, রবিউল হক রতন প্রমুখ ।