ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হকের বাড়িতে একই ওয়ার্ডের আরেক প্রার্থী ও আওয়ামী লীগ সভাপতি আনিসুল হক ও তাঁর সমর্থকরা হামলা চালিয়েছে। তাদের এ হামলায় নিহত হয়েছে আজিজুল হকের মা রাবেয়া খাতুন। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এঘটনা আজিজুলের দুই ভাইও আহত হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনিসুলের ভাতিজা ইকবাল এবং ভাগ্নে সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আনিসুলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান। তবে, আজিজুলের মায়ের মৃত্যু হামলায় হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে বলেও জানান তিনি।