রাজশাহী: জেলার বাঘার আড়ানীতে নির্বাচনী প্রচারণার সময় বিএনপির দলীয় প্রার্থী তোজাম্মেল হকের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছে ৫ জন।
শনিবার রাত ৯টার দিকে পৌর এলাকার চক সিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কাজল নামের এক বিএনপিকর্মীকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
অভিযোগ পাওয়া গেছে, আওয়ামী লীগ প্রার্থী মোক্তার হোসেনের কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আড়ানী পৌর এলাকার চক সিংড়া গ্রামে নির্বাচনী প্রচারণায় যান বিএনপির দলীয় প্রার্থী তোজাম্মেল হকসহ তার কর্মী-সমর্থকরা। প্রচারণা শেষে আড়ানী বাজারে ফেরার সময় আওয়ামী লীগ প্রার্থী মোক্তার হোসেনের ছেলে রাজা ও তার বন্ধু আলাউদ্দিন এবং উকিলসহ ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল পেছন থেকে তোজাম্মেলের লোকদের ওপরে হামলা চালায়। এ ঘটনায় কাজল, জারুল, তুর্য এবং আবু হোসেনসহ মোট পাঁচ জন আহত হয়। এর মধ্যে কাজলকে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ওই প্রচারণায় তিনিও ছিলেন। যারা হামলা করেছে তাদের সবাইকে চেনা সম্ভব হয়নি। তবে অশ্লীল ভাষায় তারা গালা-গালি দিয়ে বলছিল ওদের এলাকায় ভোট চাইতে গেলে এরপর কাউকে আস্ত রাখবে না।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোক্তার হোসেন জানান, আমি এ বিষয়ে এখনো কিছু শুনিনি। যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে এ বিষয়ে আমি ব্যবস্থা নেবো।