সিসি ডেস্ক: চট্টগ্রামে নৌঘাঁটি মসজিদে হামলার ঘটনায় আটক রমজান আলী ওরফে মিজানকে নিয়ে তৈরি হয়েছে রহস্য। মিজান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করলেও নৌবাহিনীতে ব্যাটম্যানের চাকরি নেয় দুই বছর আগে। ইঞ্জিনিয়ার হয়েও কেন সে অষ্টম শ্রেণির পদমর্যাদার চাকরি নিয়েছিল তদন্ত সংশ্লিষ্টরা এখন সে প্রশ্নেরই উত্তর খুঁজছেন। উপ-পুলিশ কমিশনার বন্দর শাখার (ডিসি পোর্ট) হারুনুর রশিদ হাজারী বলেন, আটক একজন তথ্য গোপন করে চাকরি নিয়েছে। বিষয়টিতে আমরা বিস্মিত। তার মতো এমন আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। মিজানের গ্রামের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামে। তার আটকের পরই পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। স্থানীয়রা জানান, মিজান নৌবাহিনীতে চাকরি করতেন তা তারা জানতেন না। তারা জানতেন, মিজান ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। তার গ্রামের বাড়িতে শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে বলে জানা গেছে।
ওদিকে, হামলার ঘটনায় বিস্ফোরক আইনে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ব্যাটম্যান মিজানসহ অজ্ঞাত পাঁচ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার হারুনুর রশীদ হাজারী। আটক মিজানকে র্যাব তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে নাবিক কলোনির এক বাসিন্দা জানান, ঘটনার সময় ধরা পড়া রমজান সাধারণ মুসল্লির মতোই মসজিদে প্রবেশ করেছিলেন। এই সময় তার পরনে জিন্স প্যান্ট ছিলো। গায়ে ছিলো শীতের কাপড়। জুমার নামাজ পড়া অবস্থায় সে বোমা মেরে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়ে। অন্যদিকে মান্নান জুমার নামাজে অংশগ্রহণ না করে বাইরে অবস্থান করছিলেন। এ বিষয়ে জানতে চাইলে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক মিফতা উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদ শেষ না করা পর্যন্ত কিছুই বলা যাবে না। ইপিজেড থানার ওসি জাবেদ মাহমুদ (তদন্ত) বলেন, নৌ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগের রাতের মতোই ভেতরে প্রবেশাধিকারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানান, র্যাবের পাশাপাশি আটকদের বিষয়ে খোঁজখবর করতে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশের একটি দল।