সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। মেয়র, সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদপ্রার্থীরা চলতি পৌষ মাসের হাঁড় কাঁপানো শীত উপেক্ষা করে নানাভাবে প্রচার-প্রচারণা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা পায়ে হেঁটে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। সেই সঙ্গে প্রার্থীদের প্রতীক সম্বলিত নির্ধারিত সাইজের পোষ্টার,ব্যানারও সাঁটানো হয়েছে গোটা নির্বাচনী এলাকায়। মাইকেও নানা ভঙ্গিতে চলছে প্রচার-প্রচারণা। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়ালে তাদের নির্বাচনী পোষ্টার দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক প্রার্থী।
সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড প্রার্থী সরকার মো. কবির উদ্দিন (ইউনুছ), ১৪নং ওয়ার্ডের আবিদ হোসেন লাড্ডান, ১১নং ওয়য়ার্ডের শেখ বাবলু ফেসবুকের ওয়ালে তাঁদের নির্বাচনী প্রতীক সম্বলিত পোস্টার দিয়ে ভোটারদের ভোট কামনা করেছেন। তাঁর মতো অনেক মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীরা ফেসবুকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
শুধু সামাজিক যোগাযোগে মাধ্যম ফেসবুকে নয়, অনেক প্রার্থী ভোটারদের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকারের পক্ষে ০৩৫৯০০০২০১৫ নম্বর থেকে খুদে বার্তা পাঠানো হয়েছে ভোটারদের মোবাইল ফোনে। তাতে লেখা হয়েছে “ বিসমিল্লাহ্রি রাহমানির রাহিম সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী প্রিন্সিপাল আমজাদ হোসেন সরকারকে ধানের শীর্ষ মার্কায় একটি করে ভোট দান করুন।”