ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী ডোমারে মহান বিজয় দিবস উপলক্ষে কনসার্ট, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২০ডিসেম্বর রবিবার নবীন সংঘ আয়োজিত বোড়াগাড়ী ঘাটপাড়া সপ্রাবি মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাছিরুল ইসলাম লিচু। বিশেষ অতিথি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহিন ইসলাম শাহিন, মটুকপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আখতারুজ্জামান লিটন। ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক ফারুক আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি গোপাল রায়, যুবনেতা আব্দুল কাদের মানিক প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে আমার পৃথিবী ব্যান্ডের সহযোগিতায় কনসার্ট পরিবেশন করেন। যন্ত্রসঙ্গীতে ছিলেন প্যাড ড্রামে আলিফ, কিবোর্ডে সজিব, লিট গিটারে মুফিত। সঙ্গীত পরিবেশন করেন প্রভাত, দেলোয়ার, আলী হোসেন, অতিথি শিল্পী সিস্তি, কল্পনা ও সঞ্চিতা প্রমূখ।