যশোর: আসন্ন পৌরসভা নির্বাচনে যশোরে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় কেন্দ্রীয় নেতা এস এম কামাল উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
সভা শেষে রাতে শহিদুল ইসলাম মিলন জানান, চৌগাছার বিদ্রোহী প্রার্থী এস এম সাইফুর রহমান বাবুল, অভয়নগরের ফারুক হোসেন এবং মনিরামপুরের জিএম মজিদকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
একইসঙ্গে এই সব প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগের যে সব নেতাকর্মী কাজ করছেন তাদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে দলের মূল প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধেও দল কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।