• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:২৭ অপরাহ্ন |

নির্বাচনী প্রচারকালে আলতাফ চৌধুরীর গাড়িবহরে হামলা

129185_1পটুয়াখালী: পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর প্রচারের সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা করেছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। এ সময় আহত হন অন্তত ১০ জন।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ক্যামেরা কেড়ে নিয়ে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনাও ঘটে।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বিপুল হালদারের লোকজন বিএনপি সমর্থিত প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা করে।

আহত সাংবাদিকরা হলেন- বৈশাখী টিভি ও অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের জেলা প্রতিনিধি আব্দুস ছালাম আরিফ, জনকণ্ঠ ও ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোকলেছুর রহমান, যমুনা টিভির জাকারিয়া হৃদয়, সময় টিভির ক্যামেরা পারসন সুজন দাম। কালের কণ্ঠের ইমরান হোসেন সোহেল ও আঞ্চলিক দৈনিক ভোরের আলোর সরোজ দত্ত।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আলতাফ হোসেন চৌধুরী ও তার কিছু লোক আহত হলেও তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।

স্থানীয় সাংবাদিকরা জানান, সকালের দিকে বিএনপি সমর্থিত কলাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের নির্বাচনী প্রচারণায় যান সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

এ সময় আওয়ামী লীগ প্রার্থী বিপুল হালদারের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে আলতাফ হোসেনের গাড়ি ভাঙচুর করেন। এতে আলতাফ হোসেনসহ কয়েকজন আহত হন।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ