• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :

বাগেরহাটে ভারতীয় নাগরিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

New Rose Cafe, Saidpur

লাশবাগেরহাট: চিতলমারীর চৌদ্দহাজারী এলাকার একটি চিংড়ি ঘের থেকে গোলক সরকার (৪৮) নামে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার চৌদ্দহাজারী গ্রামের ছোট পোদ্দারের চিংড়ি মাছের ঘের থেকে পা বাঁধা ও ইটে চাপা দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত গোলক সরকারের বাবার নাম প্রললাদ সরকার। ভারতের উত্তরচব্বিশ পরগনা জেলার হাবড়া থানার আয়ড়া গ্রামে তাদের বাড়ি।

চিতলমারী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম জানান, গোলক সরকার ও তার জামাতা প্রসনজিৎ মন্ডল গত ১৬ডিসেম্বর ভারত থেকে অবৈধভাবে প্রসনজিতের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারীর চৌদ্দহাজারীতে আসেন। এরপর গত ১৭ ডিসেম্বর প্রসনজিতের বোনের বিয়ে পর ভোর রাতে গোলক সরকার নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুজির পর তাকে আর পাওয়া যায়নি।

এ ঘটনার ৫দিন পর মঙ্গলবার সকালে উক্ত ঘেরের পাড় দিয়ে সোনা নামে এক কিশোরী যাওয়ার সময় ভাসমান এক ব্যক্তির লাশ দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরো জানান, নিহত গোলক সরকার ভারতীয় নাগরিক। প্রাথমিক তদন্তে নিহতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় তার পা বাঁধা ও প্যান্টে এবং কোর্টের পকেটসহ বিভিন্ন জায়গায় ইট ভরা ছিল বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ