সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানার এসআই মনোরঞ্জন রায় (৪৮) আর নেই। তিনি আজ বুধবার পৌনে ৪টার দিকে রংপুর মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, মঙ্গলবার তীব্র বুকের ব্যাথা নিয়ে এসআই মনোরঞ্জন রায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে মারা যায়।
মনোরঞ্জন রায়ের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায়।