• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন |

নড়াইলে খালেদার বিরুদ্ধে মামলা

129395_1নড়াইল: শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে  বক্তব্যের জের ধরে নড়াইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নড়াগাতী থানার চাঁপাইল গ্রামের মো. ইউসুফ ফারুকীর ছেলে মো. রায়হান ফারুকী (ইমাম) সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন বিচারক মো. জাকারিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেছিলেন স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলেন কিন্তু প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছিলেন তা নিয়ে বিতর্ক আছে।

এছাড়া তিনি একই সমাবেশে শেখ মুজিবুরের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে বলেন, তিনি স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশ চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।

এ বক্তব্যে ক্ষুব্দ হয়ে ফারুকী মামলাটি করেছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম জানান, বাদীর নালিশের ভিত্তিতে ৫০০/৫০১/৫০২ ধারায় মামলাটি করা হয়েছে।

মামলায় সাক্ষী হয়েছেন তিনজন। আগামী ফেব্রুয়ারি মাসের ২ তারিখ এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ