সিসি ডেস্ক: ঢাকার মগবাজার থেকে প্রকাশিত নিউজ পোর্টাল ‘যমুনা নিউজ ২৪ ডটকম’-এ পরিবেশিত একটি সংবাদের প্রতিবাদ করেছেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জোবায়দুল ইসলাম মিন্টু। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সিসি নিউজ অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে ওই ভূয়া সংবাদের প্রতিবাদ করে প্রকৃত ব্যাখ্যা দিয়ে একটি প্রতিবাদ লিপি জমা দেন।
জোবায়দুল ইসলাম মিন্টু সিসি নিউজকে বলেন, আর ক’দিন পরই সৈয়দপুর পৌরসভা নির্বাচন। একটি কুচক্রীমহল নির্বাচনী প্রচারনাকালে আমার বিরুদ্ধে বানোয়াট, মিথ্যা ও প্রমানহীণ একটি সংবাদ ‘যমুনা নিউজ ২৪ ডটকম’ প্রকাশ করে ভোটারদের মাঝে আমাকে হেয় করার চেষ্টা করছে। ভোটারদের মাঝে আমার গ্রহণ যোগ্যতা দেখে ওই মহলটি ঈর্ষাম্বিত হয়ে এধরনের ন্যাক্কারজনক ঘটনার সৃষ্টি করেছে। কিন্তু ৪নং ওয়ার্ডের মানুষ সচেতন এবং নির্বাচনের পূর্বমুহুর্তে এ ধরনের সংবাদ পরিবেশন কিসের ঈঙ্গিত তা বুঝে গেছে। ওয়ার্ডবাসী প্রশ্ন তুলেছে- যদি এমন অভিযোগ কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু’র বিরুদ্ধে থেকে থাকে তাহলে নির্বাচনের সময় তা প্রকাশের উদ্দেশ্য কি ? নিউজ পোর্টালের ওই সংবাদকর্মী কুচক্রী মহলটি দ্বারা যে প্রভাবিত হয়েছে তা সংবাদটি পড়লেই নিশ্চিত বোঝা যায়। বিলকিছ নামের একজন নারীকে সংবাদের উৎস উল্লেখ করা হলেও তার পরিচয় দেয়া হয়নি- যা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে প্রতিপক্ষ মহলটি। এছাড়া সংবাদের একটি অংশে- ‘‘আগামীতে ওই প্রতারক যুবককে (জোবায়দুল ইসলাম মিন্টু) ভোট না দেয়ার জন্য জনসাধারণকে অনুরোধ জানান’’। আর এতেই প্রমানিত হয় যে, সংবাদকর্মীর প্রকাশিত দূর্নীতির সংবাদটি আসলেই হয়ে গেছে নির্বাচনের প্রতিপক্ষের সমর্থন নেয়ার সংবাদ।
এক প্রশ্নের জবাবে জোবায়দুল ইসলাম মিন্টু বলেন, ২৪ ঘন্টার নিউজ পোর্টালটির প্রিন্টার্স লাইনে দেয়া নম্বরগুলোতে চেষ্টা করেও আজ পর্যন্ত খোলা পাওয়া যায়নি। তাই ওই ঠিকানায় একটি প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে।