• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন |

রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

New Rose Cafe, Saidpur

ধর্ষণরাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে শুক্রবার সন্ধ্যায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

তিনি জানান, রোকেয়া হলের আবাসিক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তদন্তে ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিনকে আহ্বায়ক এবং প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান ও ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. উজ্জল হোসেনকে সদস্য করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে অতি দ্রুত ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক প্রফেসর ছাদেকুল আরেফিন বলেন, ‘আজকে কমিটি গঠন হয়েছে। তবে শুক্রবার অফিস বন্ধ থাকায় আগামীকাল সব কাগজপত্র বুঝে নিবো’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ