গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ৭টার দিকে ঢাকা বাইপাস সড়কের মীরেরবাজারের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির এসআই ফাইজুর রহমান জানান।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম স্বপন চন্দ্র মণ্ডল (৩০)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সমরসিংহ এলাকার সূর্যমোহন মণ্ডলের ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর বছর বলে পুলিশ জানিয়েছে।
এসআই ফাইজুর জানান, স্বপন ওই যুবককে নিয়ে মোটরসাইকেলে করে মীরেরবাজার থেকে বাড়ি ফিরছিলেন। রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাজীপুরগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে এসআই জানিয়েছেন।