চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে স্বামীর ছুঁড়ে দেয়া গরম চায়ে ঝলসে গেছে দু’সন্তানের জননী সাবিনা নামের এক গৃহবধূর মুখমন্ডল। ঝলসে যাওয়া মুখমন্ডলের ক্ষত নিয়ে হাসপাতালের শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছে ওই গৃহবধূ। এলোমহর্ষক ঘটনাটি গত ২৩ ডিসেম্বর উপজেলার নান্দেড়াই গ্রামের ফুলতলা মরিচওয়ালা পাড়ায় ঘটেছে। আহত গৃহবধূ সাবিনা আখতার (২২) জানায়, ওইদিন সকালে বাড়িতে তৈরিকৃত চা পানের সময় চা-এ চিনির পরিমাণ কম অনুভব করে স্বামী দুলাল হোসেন (২৭)। এসময় সে রান্নাঘরে অবস্থানরত সাবিনার শরীরে দুলাল গরম চা ছুঁড়ে মারে। এতে সাবিনার চোখ-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনা যেন বাইরের আর কেউ জানতে না পারে সে জন্য সাবিনাকে সারাদিন বাড়িতে আটকিয়ে রাখে স্বামী দুলাল। পরের দিন সাবিনার পিতার বাড়ির লোকজন গোপনে এ খবর জানতে পেরে দুলালের বাড়িতে এসে সেখান থেকে সাবিনাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। উপজেলার আন্ধারমুহা গ্রামের আশ্রায়নপাড়ার সাবিনার পিতা মজিবর রহমান জানান, গত ৫বছর পূর্বে একই গ্রামের ফুলতলা মরিচওয়ালা পাড়ার মৃত রোস্তম আলীর ছেলে দুলাল হোসেনের সাথে ৪০ হাজার যৌতুকের বিনিময়ে পারিবারিকভাবে তার মেয়ের বিয়ে দেয়া হয়। যৌতুকের কিছু টাকা বাকি থাকার কারণে বিয়ের পর থেকেই স্বামী দুলাল তার উপর প্রায়শই নির্যাতন চালাত। আব্দুলপুর ইউপি চেয়ারম্যান ময়েনউদ্দিন শাহ্ জানান, তাদের বিষয়ে ইউনিয়ন পরিষদে বেশ ক’বার সালিশ বৈঠকও হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দুলাল তার শ্বশুর বাড়িতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে আটকে রাখে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।