• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন |

আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মাইক্রোবাসে আগুন

New Rose Cafe, Saidpur

বাগেরহাটবাগেরহাট: বাগেরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদ্য বহিষ্কৃত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুর হাসান শিপনের নির্বাচনের গণসংযোগে ব্যবহৃত একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় শহরের উত্তর হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে। গাড়িটি বাগেরহাট শহরের চাল ব্যবসায়ী তাপস সাহার বলে জানা গেছে। পুলিশ বলেছে কারা এই নাশকতা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা জানান, নির্বাচনের আগে এ ধরনের শান্ত পরিবেশ বিঘ্ন করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তবে পুলিশ বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। যারাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকুন না কেন ধরতে পুলিশ তৎপর রয়েছে।

বাগেরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান , তিনি আগুনের ঘটনা শুনে ঘটনা স্থলে স্ট্রাইকিং ফোর্স নিয়ে এসে দেখেন গাড়িটি আগুন জ্বলছে। তিনি গাড়িটি মালিকের বরাত দিয়ে বলেছেন, আগুনে পুড়ে যাওয়া মাইক্রোটি মেয়র প্রার্থী মিনা হাসিবুল হাসান শিপন তার নির্বাচনী কাজে ব্যাবহার করছিলেন। জ্বালিয়ে দেয়া গাড়িটির ড্রাইভারের মোবাইল বন্ধ রয়েছে, ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মিনা হাসিবুল হাসান শিপন আভিযোগ করেছেন, তার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে প্রতিপক্ষ একটি গ্রুপ দুর্বৃত্তদের দিয়ে তার নির্বাচনের গণসংযোগে ব্যবহৃত মাইক্রোবাসটি পুড়িয়ে দিয়েছে।

অপর দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খান হাবিবুর রহমান বলেন, নির্বাচনের পরিবেশকে অশান্ত করতে যারা এ ধরনের নাশকতা করছে তাদেরকে আইনের আওতায় এনে নির্বচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই। বাগেরহাট মডেল থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। জড়িত দুর্বৃত্তদের ধরতে পুলিশি তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ