সিসি ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।
ভুটানের পার্লামেন্টের উচ্চ কক্ষের চেয়ারম্যান ড. দাসো সোনাম কিনগা এখানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, পররাষ্ট্রমন্ত্রী ভুটানের ভবিষ্যত বিদ্যুৎ প্রকল্পগুলোতে অংশগ্রহণ করার এবং ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।
কিনগার নেতৃত্বে ১২ সদস্যের ভুটানি সংসদীয় প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে।
মুখপাত্র বলেন, কিনগা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছেন।
ভুটানের স্পিকার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীকে বলেছেন যে, বাংলাদেশের উন্নয়ন ভুটানের নেতৃবৃন্দ ও জনগণের কাছে একটি অনুপ্রেরণার বিষয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুটানের প্রতিনিধি দল সর্বোত্তম সংসদীয় রীতি সম্পর্কে শিক্ষা লাভ করার মিশন নিয়ে বাংলাদেশ সফর করছে। তারা বিশেষ করে বাংলাদেশে সার্বিকভাবে ডিজিটাল অগ্রগতির থেকে অভিজ্ঞতা লাভের বিষয়ে আগ্রহ ব্যক্ত করেছে।
কিনগা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে বৈশ্বিক প্রচারণায় নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেছেন।
কিনগা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কঠোর সংগ্রামের কথা স্মরণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁর জীবনের ইতিহাস বিশ্বাস করা কঠিন কিন্তু তা সত্যি।
প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এবং তথ্য প্রযুক্তিতে অগ্রগতির প্রশংসা করেন।
প্রতিনিধি দলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, ডিজিটাল প্রক্রিয়া, নারীর ক্ষমতায়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্ভাবনীমূলক ধারণা সম্পর্কে তাদের অবহিত করেন।
তিনি তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের দলীয় কাঠামো ব্যাখ্যা করেন। – বাসস।