ঢাকা : বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেছেন, পৌরসভা নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে প্রায় ৬০টি কেন্দ্র দখল করেছে ক্ষমতাসীন দল।
বুধবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন শুরু হতে না হতেই অনিয়ম শুরু হয়েছে। তাই নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, অতি জরুরী ব্যবস্থা নেওয়া হোক।’
এর আগে সকাল পৌনে ৯টার দিকে তার নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে যায়।
প্রসঙ্গত, ২৩৪টি পৌরসভা নির্বাচনে আজ ভোটাভুটি হচ্ছে।