• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন |

বিএনপির মিথ্যাচার নিম্ন পর্যায়ে চলে গেছে: আ.লীগ

New Rose Cafe, Saidpur

130025_1ঢাকা: ‘পৌর নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যাচার এতো নিম্ন পর্যায়ে চলে গেছে যে এটি জাতির জন্য লজ্জার’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

বুধবার বিকালে নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপির বাঘা-বাঘা নেতারা পৌর নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী উক্তি করছেন। তাদের এসব মিথ্যাচার পাগলের প্রলাপ। তাদের বক্তব্য এতো নিম্ন পর্যায়ে চলে গেছে যা জাতির জন্য লজ্জার।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি বিভিন্ন জায়গায় ব্যাপকহারে তাদের দলীয় ক্যাডার দিয়ে জোর করে ভোটকেন্দ্র দখল, জালভোট ও গোলযোগ সৃষ্টি করছে। ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারছেন না। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ ও নির্বাচন কমিশনারকে হেয় করার জন্য তারা এসব কাজ করছে।

নির্বাচন কমিশনার কাছে কালিয়া, পাথরঘাটা, দুর্গাপুর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, ভূঞাপুর, মনিরামপুর, চন্দ্রনাইশ, নালিতাবাড়ী, বাঘারপাড়া, চাটমোহর, ভালুকা, সরিষাবাড়ী, মাধবদী, সীতাকুণ্ড, গাংনী, মোহাম্মদপুর, নকলা পৌরসভায় বিএনপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেন তিনি।

নির্বাচন কমিশনের উপর শতভাগ সন্তুষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা কমিশনের কাছে যেসব অভিযোগ করেছি তার বেশিরভাগ আমলে নিলেও বরগুনার পাথরঘাটা ও কলাপাড়া পৌরসভায় তারা যে আচরণ করছে তাতে আমরা সন্তুষ্ট নয়, সংক্ষুব্ধ।

ভোট পরবর্তী সহিংসতার আশঙ্কা করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির  চেয়ারম্যান বলেন, সহিংসতার কোন আশঙ্কা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ