ঢাকা: দলীয় প্রতীকের প্রথম পৌরসভা নির্বাচনের ভোট গণনা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।
বুধবার বিকেলে ভোট শেষে গুলশানে চেয়ারপাসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করেন, সারাদেশের ১৫৭টি পৌরসভায় সরকার দলীয় ক্যাডাররা তাণ্ডব চালিয়েছে। তারা দেড় সহস্রাধিক কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে। বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের সাজানো পরিকল্পনায় প্রহসনের নির্বাচন করেছে। সারাদেশের কোথাও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের লেশমাত্র পরিবেশ ছিল না।