দিনাজপুর: দিনাজপুর শহরের শেখপুরা রেলঘুন্টি এলাকায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার দুপুরে ওই এলাকার নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রফিকুল ইসলাম একই এলাকার মৃত রফিকের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, রাতে তিনি নিজের ঘরে একা ঘুমিয়েছিলেন। দুপুরে প্রতিবেশিরা ঘরের খোলা দরজা দিয়ে তার মৃতদেহ দেখতে পান। তাদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।