• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন |

দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

New Rose Cafe, Saidpur

বিএসএফদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. নুরুজ্জামান (২৬) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

নুরুজ্জামান সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম চেনপাড়া গ্রামের মো. সহিদুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গুলিবিদ্ধ নুরুজ্জামান ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী জানান, সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম চেনপাড়া গ্রামের মো. নুরুজ্জামান বুধবার রাত আড়াইটায় বড়গ্রাম সীমান্তের ৩১২নম্বর মেইন পিলার পেরিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে দক্ষিণ দিনাজপুরের এলেনদারী নামক স্থানে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিএসএফ তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

কর্নেল মো. কোরবান আলী জানান, এ ব্যাপারে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ