চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অস্বচ্ছল ও দুঃস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার অর্ধশতাধিক অস্বচ্ছল ও দুস্থ মুক্তিযোদ্ধার মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব এ,এস, এম নজরুল ইসলাম ও ডেপুটি কমান্ডার মোঃ মোজাফফর হোসেন, সাবেক কমান্ডার আঃ রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুদৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক উৎস হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা
দৈনিক যুগের আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যার প্রতিবাদে চিলমারীতে প্রতিবাদ সভা অনৃুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ মোড়ে সাপ্তাহিক যুগের খবর কার্যালয়ে দৈনিক যুগের আলোর চিলমারী প্রতিনিধি মোঃ ফজলুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় চিলমারী প্রেস ক্লাব উপদেষ্টা সদস্য মোঃ আমজাদ হোসেন, চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, সাপ্তাহিক জনপ্রাণ ব্যবস্থাপণা সম্পাদক সাওরাত হোসেন সোহেল, প্রেস ক্লাব, চিলমারী সভাপতি গোলাম মাহবুব, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মমিনুল ইসলাম বাবু, হুমায়ুন কবীর প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সাংবাদিক উৎস রহমানের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।