লালমনিরহাট প্রতিনিধি: ভুমিকম্পের আতংকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নুর ইসলাম কন্দু (৪৮) নামে একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
মৃত নুর ইসলাম কন্দু পাটগ্রাম উপজেলার ঘোনাবাড়ী কদুর বাজার এলাকার মৃত নজর উদ্দিনের ছেলে। কদুর বাজারের মুদি ব্যবসায়ী।
সোমবার(৪জানুয়ারী) ভোর ৫টায় ৫মিনিটে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ব্যবসায়ী কন্দু ।
পাটগ্রাম ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য শাহ জামাল জানান, সারা দেশের ন্যায় ভোর ৫টায় ৫মিনিটে ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় ভুমিকম্প অনুভুত হয়। ভারতীয় সীমান্ত ঘেঁষা পাটগ্রাম উপজেলার ঘোনাবাড়ি গ্রামের মুদি ব্যবসায়ী নুর ইসলাম কন্দু ভুমিকম্পের আতংকে দ্রুত ঘরের বাহিরে বের হওয়ার সময় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাড়িতে মারা যান তিনি।
এ ছাড়া সীমান্তবর্তি জেলা লালমনিরহাটে ভুমিকম্পে কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।