• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

শ্লীলতাহানির অভিযোগ “বালিকা বধূর”

New Rose Cafe, Saidpur

indexবিনোদন ডেস্ক: ‘বালিকা বধূ’ খ্যাত জনপ্রিয় ভারতীয় টিভি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

সোমবার রাতে প্রত্যুষা অভিযোগ করেন, কয়েকজন পুলিশ বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করেছে। প্রত্যুষার শ্লীলতাহানির খবরে চাঞ্চল্য ছড়ায়। কিন্তু তদন্ত শুরু হতেই গোটা ঘটনা অন্যদিকে মোড় নেয়।

তদন্তে নেমে জানা যায়, প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় একটি গাড়ি ঋণ নিয়েছিলেন। ঋণের অর্থ শোধ না করায় অভিনেত্রীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। সোমবার রাতে ব্যাংকের কয়েকজন এজেন্ট প্রত্যুষার বাড়িতে ঋণ আদায় করতে যান। সেই সময় প্রত্যুষার সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক রাহুল রাজ সিং।

অভিযোগ রয়েছে, ব্যাংকের এজেন্টদের মারধর করেন রাহুল। এরপরই ওই এজেন্টরা প্রত্যুষার বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ দায়ের করেন। এজেন্টদের অভিযোগের তদন্ত করতে কয়েকজন পুলিশ প্রত্যুষার বাড়িতে যান। সেই সময়ে প্রত্যুষা ও রাহুল পুলিশদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন।

প্রত্যুষা দাবি করেন, আট জন পুলিশ মিলে শ্লীলতাহানি করেছে। জোর করে দরজা ভেঙে বাড়িতে ঢুকেছে। আমার সঙ্গে যা ঘটেছে, তাতে আমি বিধ্বস্ত। আমি ওই আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। তার মধ্যে তিনজন পুলিশ রয়েছে।

ঋণ খেলাপির অভিযোগ স্বীকার করে প্রত্যুষা বলেন, ‘৩১ ডিসেম্বর রাতে আমাকে কিছু না জানিয়েই ব্যাংক পাঁচ হাজার টাকা EMI আদায় করতে আমার বাড়িতে এজেন্ট পাঠায়। এজেন্টটি মদ্যপ অবস্থায় ছিল। আমি ঋণের টাকা দিয়ে দেওয়া সত্ত্বেও সে আমার বাড়ি থেকে বেরতে চাইছিল না। রাহুল তখন তাকে বাড়ি থেকে বের করে দেয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ