• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন |

পিচম হত্যাচেষ্টায় দুই জেএমবি সদস্য রিমান্ডে

Italianদিনাজপুর : দিনাজপুরে ইতালীয় ধর্মযাজক পিয়েরো পিচম হত্যা চেষ্টা মামলায় আটক দুই জেএমবি সদস্যকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হক  বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিমান্ড মঞ্জুর করেন।

আটক দুই জেএমবি সদস্য হলেন- আব্দুর রহমান ওরফে বাদশা ওরফে রিন্টু ও সারোয়ার হোসেন ওরফে সাবু ওরফে মিজান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ তাদের আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ইতালীয় ধর্মযাজক হত্যা চেষ্টা মামলায় এই দুজনসহ ছয় জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুই জেএমবি সদস্য শরিফুল ইসলাম ও মোসাব্বিরুল আলম খন্দকার ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

১৮ নভেম্বর সকালে দিনাজপুর শহরের বিআরটিসি’র মির্জাপুর বাস ডিপোর অদূরে সুইহারি ক্যাথলিক চার্চের ধর্মযাজক ইতালীয় পিয়েরো পিচমকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ