• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন |

ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় ৯৫ বাড়ি ভস্মীভূত

New Rose Cafe, Saidpur

দাবানলআন্তর্জাতিক ডেস্ক: দাবানলে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে অন্তত ৯৫টি বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। পার্থের দক্ষিণে ইয়ারলুপ শহরে তিনজন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার স্থানীয় সময় দিনগত রাতে বাতাস ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে শুরু করলে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদফতর বলেছে, শুক্রবারও (০৮ জানুয়ারি) বাতাসের প্রবাহ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় অগ্নি নির্বাপক সংস্থার কমিশনার ওয়েনে গ্রেগসন বলেছেন, ইয়ারলুপ শহরে দাবানলের অবস্থা গুরুতর। এখানে আগুন মোকাবেলা সত্যিই কঠিন। দায়িত্ব পালনের সময় চার অগ্নি নির্বাপক কর্মী আহত হয়েছেন। এছাড়া সংস্থার একটি ট্রাকও ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার প্রায় ৫০ হাজার হেক্টর (৫০০ বর্গ কিলোমিটার) এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ