কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে জামাল হোসেন (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার পদুয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগের প্রাক্তন সভাপতি এবং উপজেলার একই ইউনিয়নের কুলাসার গ্রামের আলী হোসেনের ছেলে। কিছু লোকের সঙ্গে তার রাজনৈতিক বিরোধ ছিল বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত পদুয়া রাস্তার মাথায় জামালকে একা পেয়ে ঘিরে ফেলে গুলি চালায়। এক পর্যায়ে জামালের মৃত্যু নিশ্চিত করতে হাত-পায়ের রগ কেটে দেয়।
চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পায়ের রগ কাটা এবং গুলিবিদ্ধ অবস্থায় জামাল হোসেনকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ জানান, পুলিশ রাত ১০টার দিকে হাসপাতাল থেকে নিহতের লাশ থানায় নিয়ে এসেছে। হত্যাকান্ডের মোটিভ এখনো জানা যায়নি, তবে পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।