• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন |

সানশেড ধসে দুই বোনের মৃত্যু

New Rose Cafe, Saidpur

মৃত্যুবগুড়া: খেলার সময় বাড়ির সানশেড ধসে বগুড়ার গাবতলীতে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।দুর্ঘটনায় নিহতরা হলো- বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা বকুল হোসেনের মেয়ে রোশনি (০৯) ও রেস্তা (৫)।

শুক্রবার দুপুরের দিকে গাবতলী উপজেলার চক সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় বগুড়া পৌরসভার সংশ্লিষ্ট ১০নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমান নিহতের বিষয়টি জানান।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে ইসলামী জলসা উপলক্ষে রোশনি ও রেস্তা চকসুলতানপুর গ্রামে এক আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। দুপুর দেড়টার দিকে গ্রামের অন্য ছেলেমেয়েদের সঙ্গে তারা বাড়ির পাশে খেলতে থাকে। এসময় সানশেড ধসে দুই বোন গুরুতর আহত হয়।

পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে রোশনি মারা যায়। রেস্তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে বিকেল ৫টার দিকে রেস্তাও মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ