ঢাকা: গৃহকর্তাদের নির্যাতন সইতে না পেরে রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজের গায়ে আগুন লাগানো শিশু গৃহকর্মী জবার (৯) জীবন প্রদীপ নিভে গেছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইউনিটের চিকিৎসক আয়েশা আন্না জবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুনে জবার শরীরের ৯৫% পুড়ে গিয়েছিলো। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জবা গায়ে আগুন লাগায়। পরে তাকে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।
জবা সিদ্ধেশ্বরীর একটি বাসায় কাজ করত। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার আটপাড়ায়। বাবার নাম জাহাঙ্গীর আলম।
নিজের গায়ে আগুন লাগানোর পর শুক্রবার জবা বলেছিলো, বাড়ির দুই নারী তাকে শারীরিক নির্যাতন করত। এ জন্য সে নিজের শরীরে আগুন দিয়েছে।
তবে গৃহকর্তা মেহেদী হাসান কল্লোল জানান, জবা নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। কেন সে আত্মহত্যার চেষ্টা করেছে তার সদুত্তর দিতে পারেননি তিনি।