• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন |

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি

বেগম রোকেয়ারংপুর : বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী-প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সোমবার থেকে লাগাতার পূর্ণ কর্মবিরতি পালন করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা ১১ জানুয়ারি ২০১৬ তারিখ সোমবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। সান্ধ্যকালীন কোর্সসমূহের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে চলমান ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ