কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ন্যায় সারা দেশকে ভিক্ষুকমুক্ত ও পুনর্বাসনের ঘোষণা দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
“নবীর শিক্ষা, করোনা ভিক্ষা” ও “ভিক্ষাবৃত্তি ছাড়ি, দিন বদলের চেষ্টা করি” স্লোগান নিয়ে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদ, শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ, শিশু কানন বিদ্যা নিকেতন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আরডিআরএস, উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা স্কাউট, কিশোর-কিশোরী ক্লাবে নেতৃবৃন্দ, আতিকুর রেজা চৌধুরী হেলাল প্রমুখ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ হাবিবুর রহমান হাবুলের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ভ্যানে করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় ৫ বোতল ফেনসিডিলসহ এনামুল হক (২৫)নামে এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা শহরের চেংমারি তেলিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চেংমারি তেলীপাড়া গ্রামের আফছার আলীর ছেলে। কিশোরগঞ্জ থানার সেকেন্ড অফিসার শাহজাহান আলী জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নীলফামারী জেলহাজতে প্রেরণ করা করা হবে।