রংপুর: হত্যা ও নাশকতার মামলায় রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জামায়াতের রোকন মোর্শেদা বেগমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার ভোরে মিঠাপুকুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মোর্শেদা বেগম মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে নারী-শিশুসহ ৬ জনকে পুড়িয়ে হত্যা মামলার আসামি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম জামায়াতের নেতা-কর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোর্শেদা ও জামায়াতকর্মী তাজুল ইসলামকে গ্রেপ্তার করে।
থানায় জিজ্ঞসাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।